বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এ তথ্য জানান তিনি। জাহিদ হোসেন বলেন, ‘ তারেক রহমান শুধু বিএনপির নেতৃত্ব দেবেন না, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন তাদের সবার নেতা তিনি।’
তিনি আরও বলেন, ‘ আপনারা দেখতে পাবেন, কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান দেশে ফিরে কেবল বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্নের নেতৃত্ব দেবেন।’ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিএনপি মহাসচিবসহ রাজনৈতিক নেতাদের আওয়ামী লীগ কর্মীরা যেভাবে হেনস্তা করেছে, তার সমালোচনা করে জাহিদ হোসেন বলেন, ‘এই দলের নেতাদের ইতিহাস কোনো দিনই জনগণের পক্ষে ছিল না। তারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন।’
তিনি বলেন, ‘বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা যা সিট আছে তার চেয়ে ১০ গুণ বেশি। কাজেই কে প্রার্থী হবেন, কে হবেন না, তা আমাদের স্থানীয় নেতা, জেলার নেতা ও আমাদের দলের পক্ষ থেকে জরিপ এবং যারা এলাকায় জনপ্রিয় বিএনপি তাদের মনোনয়ন দেবে।’
সূত্র :যায়যায় দিন








