পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেছেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে বে-আইনী তৎপড়তা সহ্য করা হবে না। সে যতবড় সাংবাদিক কিম্বা রাজনৈতিক প্রভাবশালী হোক, আই ডন্ট কেয়ার।
সোমবার সকালে দুমকি উপজেলা প্রশাসন আয়োজিত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেছেন।
উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও আবুজর মো. এজাজুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান, জামায়াত আমীর মাও. জালাল উদ্দিন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিন জুয়েল বিশেষ অতিথির বক্তৃতা করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান, কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, দুমকি থানার ওসি মো. জাকির হোসেন, সরকারি জনতা কলেজের সহ:অধ্যাপক মো: সহিদুল ইসলাম, কলেজ শিক্ষক সমিতির পক্ষে অধ্যক্ষ মো. জামাল হোসেন, শিক্ষক প্রতিনিধি মো. সহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষকদের পক্ষে সুনীল দাস, ছাত্র প্রতিনিধি দুর্জয়, প্রেস কাব দুমকির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: সাইদুর রহমান খান, আঙ্গারিয়ার প্যানেল চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, এনজিও প্রতিনিধি হোসাইন আহমাদ কবির প্রমুখ বক্তৃতা করেন।








