পাকিস্তানের রেকর্ড রানও করাও যথেষ্ট নয়, ভারতের সামনে টিকতেই পারল না আগাদের দল। এশিয়া কাপ সুপার ফোরে দুর্দান্ত সূচনা ভারতের, পাকিস্তানকে হারাল ৬ উইকেটে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে ভারতের বিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে তারা করে ৫ উইকেটে ১৭১ রান। তবে ইনিংসের প্রথমার্ধে ভালো অবস্থানে থেকেও শেষ ১০ ওভারে মাত্র ৮০ রান তুলতে সক্ষম হয় দলটি। একপর্যায়ে টানা ৩৯ বল কোনো বাউন্ডারি না আসায় জমে ওঠা ইনিংস থেমে যায়।
শাহেবজাদা ফারহান ৪৫ বলে ৫৮ রান করে পাকিস্তানের ইনিংসের সেরা ব্যাটসম্যান হন। তার ইনিংসে ছিল ৫ চার ও ৩ ছক্কা। দ্বিতীয় উইকেটে সাইম আইয়ুবের সঙ্গে তিনি যোগ করেন ৭২ রান। তবে দুজন সেট ব্যাটারকেই ফেরান ভারতের পার্ট-টাইম বোলার শিবম দুবে। ৪ ওভারে ৩৩ রান খরচে তিনি নেন ২ গুরুত্বপূর্ণ উইকেট।
শেষ দিকে ফাহিম আশরাফ (৮ বলে ২০*) ও অধিনায়ক সালমান আগা (১৩ বলে ১৭*) চেষ্টা করলেও পাকিস্তানের স্কোর দাঁড়ায় ১৭১ রানে।
ভারতের বোলিং আক্রমণে দুবের পাশাপাশি বরুণ চক্রবর্তী (৪-০-২৫-০) এবং কুলদীপ যাদব (৪-০-৩১-১) শৃঙ্খলিত বোলিং করেন। ফলে পাকিস্তানের ব্যাটসম্যানরা রান তুলতে ব্যর্থ হয়।
অবশেষে ব্যাট হাতে ভারতের নিয়ন্ত্রিত ইনিংসই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ফলে এশিয়া কাপে টানা দ্বিতীয়বার পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরে শক্ত অবস্থান গড়ল ভারত।
২০ বছরের পুরোনো দুঃস্মৃতি ফিরিয়ে দিলেন সূর্যকুমার, পাকিস্তানের বিপক্ষে শূন্য রানে আউট
পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়ে ২০ বছরের পুরোনো স্মৃতি ফিরিয়ে দিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচে তিনি শূন্য রানে আউট হন।
এর আগে ভারতের কোনো অধিনায়ক সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে শূন্য রানে ফিরেছিলেন সৌরভ গাঙ্গুলী। ২০০৫ সালে কোচিতে অনুষ্ঠিত ওয়ানডেতে প্রথম বলেই আউট হয়েছিলেন তিনি।
দুই দশক পর সেই একই দৃশ্য আবারও দেখা গেল সূর্যকুমারের ব্যাটে, যা ভারতীয় সমর্থকদের মনে করিয়ে দিল অতীতের সেই দুঃস্মৃতি।








