Home আন্তর্জাতিক গাজা থেকে ছোড়া রকেট আঘাত হানল ইসরায়েলে

গাজা থেকে ছোড়া রকেট আঘাত হানল ইসরায়েলে

19
0

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ছোড়া একটি রকেট ইসরায়েলে আঘাত হেনেছে। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, আজ রোববার (২১ সেপ্টেম্বর) গাজার উত্তরাঞ্চল থেকে দু’টি রকেট ছোড়া হয়েছে। তার মধ্যে একটি আটকে দেওয়া হয়েছে এবং অন্যটি ইসরাইলের দক্ষিণাঞ্চলে আঘাত হানে।

আইডিএফ জানায়, কিছুক্ষণ আগেই লাখিশ ও আশদোদ এলাকায় সাইরেন বেজেছে। গাজার উত্তরাঞ্চল থেকে দু’টি রকেট ছোড়া হয়েছে। তার মধ্যে একটি ভূপাতিত করা হয়েছে এবং অন্যটি ফাঁকা জায়গায় পড়েছে। এতে কেউ হতাহত হয়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজা সিটিতে ইসরায়েলি সেনাবাহিনীর তীব্র বিমান ও স্থল আক্রমণের মধ্যে পাল্টা রকেট নিক্ষেপের ঘটনা বিরল হয়ে উঠেছে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এসব রকেট ছোড়ার দায় স্বীকার করেনি।সাধারণ হামাস বা ইসলামিক জিহাদ গাজা থেকে এই ধরনের হামলা করে থাকে।

সূত্র:যায়যায় দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here