Home রাজনীতি যারা পিআর চায়, তারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিনত করতে চায়:হাফিজ ইব্রাহিম

যারা পিআর চায়, তারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিনত করতে চায়:হাফিজ ইব্রাহিম

17
0

বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ভোলা-২ আসনের (বোরহানউদ্দিন-দৌলতখান) সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বলেছেন, ‘যারা পিআর চায়,তারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামী অনীহার কারণেই আনুপাতিক বা পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এর মাধ্যমে (জামায়াত) দেশকে অস্থিতিশীল করতে চায় কি না- সে প্রশ্নও জনগণের মাঝে চলে এসেছে।’

তিনি আজ রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বোরহানউদ্দিন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত তাঁকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল। যারা পিআর পদ্ধতি চায়, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা এই দেশকে নেপাল, সিরিয়া, আফগানিস্তান বানাতে চায়। ’৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী এ দলটি ’২৪ এর গণঅভ্যুথানের পর নানা ষড়যন্ত্রে লিপ্ত।’

বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আছমত আলী, মো. নাজিমউদ্দিন, মুক্তিযোদ্ধা আবদুল হক, ওবায়দুল হক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here