বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, “আগে সিদ্ধান্ত ছিল প্রতি মাস পরপর বিদ্যুতের দাম বাড়বে। কিন্তু আমরা দায়িত্ব নেয়ার পর এক বছর হলো, বিদ্যুতের দাম বাড়াইনি।”
তিনি আরও বলেন, ‘আগে সরকার বিদ্যুৎ ও জ্বালানি নিয়ন্ত্রণ করত। সচিবরা খাতের চেয়ারম্যান হতেন। দায়িত্ব নেয়ার পর আমরা বলেছি, এটা করা যাবে না। সচিব খাতের চেয়ারম্যান হতে পারবেন না। বিদ্যুৎ আগে সরকারের নিয়ন্ত্রণে থাকলেও আমরা সেটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) হাতে ফিরিয়ে দিয়েছি।’ আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভার্ন্যান্স স্টাডিজ আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।
ড. ফাওজুল কবির বলেন, ‘বিদেশ থেকে আমাদের এলএনজি কিনতে হয়। দেশের গ্যাস কূপগুলোতে চাহিদা অনুযায়ী গ্যাস নেই। আবার বিদ্যমান রিগগুলোর সক্ষমতা কমে গেছে, পর্যাপ্ত হর্সপাওয়ার দিতে পারছে না। তাই নতুন রিগ কেনা হচ্ছে, যা বাপেক্স দেখভাল করবে। গতকাল একনেকে এর অনুমোদন পেয়েছি।’