Home সারাদেশ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: মালিকসহ আহত ১০

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: মালিকসহ আহত ১০

3
0

চট্টগ্রামের চন্দনাইশ-সাতকানিয়া সীমানায় অবৈধভাবে গ্যাস ক্রস ফিলিং করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছে ১০ জন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বৈলতলী ইউনিয়ন ও সাতকানিয়া উপজেলার চর পাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।। অবৈধ ক্রস ফিলিং গুদামের মালিক মাহবুবুর রহমান বৈলতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কবির আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, মাহবুব দীর্ঘদিন ধরে গ‍্যাস ক্রস ফিলিং এর অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল। সে একে একে ইউনুস মার্কেট, বুড়ি দোকান ও এবার সীমান্তে গিয়ে ব্যবসা চালিয়ে আসছিলেন। বিস্ফোরণের খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন, আহতদের প্রথমে দোহাজারী হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন গুদাম মালিক মাহবুবুর রহমান, দোকানের শ্রমিক সৌরভ রহমান , কফিল উদ্দিন , রিয়াজ, ইউনুস, আকিব , হারুন রশিদ , ইদ্রিস , মোহাম্মদ লিটন, ছালেহ আহমদ । ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর কামরুল হাসান জানান, খবর পেয়ে একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। টিম পৌছার পূর্বে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম ঘটনার সত‍্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সূত্র :যায়যায় দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here