৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ) আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের ২৫৬টি কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হবে। মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯
আসন বিন্যাস ও কেন্দ্রসংক্রান্ত বিস্তারিত তথ্য বিপিএসসি এবং টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে, পাশাপাশি মেসেজেও জানানো হবে।
২০০ নম্বরের এই পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর, ভুল উত্তরে ০.৫ নম্বর কাটা যাবে। পরীক্ষার সময়সীমা দুই ঘণ্টা।
প্রবেশপত্র ছাড়া কেউ হলে ঢুকতে পারবেন না। নিষিদ্ধ সামগ্রী (মোবাইল, ঘড়ি, ক্যালকুলেটর, ব্যাগ, ইলেকট্রনিক ডিভাইস ইত্যাদি) সঙ্গে আনা যাবে না।
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য শ্রুতিলেখক ও অতিরিক্ত সময়, আর অন্যান্য প্রতিবন্ধীদের জন্যও বাড়তি সময়ের ব্যবস্থা থাকবে।
ইংরেজি ভার্সনে যারা আবেদন করেছেন, তাদের জন্য আলাদা প্রশ্নপত্র ও আসন বিন্যাস নির্ধারণ করা হয়েছে।
সূত্র :যায়যায় দিন