বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা মোড় থেকে র্যালির সূচনা হয়।
এতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন বাবু। র্যালিটি পাকিজা মোড় থেকে শুরু হয়ে মহাসড়কের উলাইল প্রদক্ষিণ করে শেষ হয়।
র্যালিতে উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার খানেক নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীরা দলের পতাকা ও ব্যানার হাতে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।
পরে সংক্ষিপ্ত সমাবেশে সালাউদ্দীন বাবু বলেন, ‘দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দমন-নিপীড়ন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।’
সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।