জামালপুরের সরিষাবাড়ীতে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু প্রকল্পের উদ্যোগে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে।
গতকাল ৮ অক্টোবর বুধবার সকালে পৌরসভার তাড়িয়াপাড়া গ্রামে প্রকল্প অফিস প্রাঙ্গণে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোপাল বাবু, মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, এনজিও ফোরাম সরিষাবাড়ীর সাধারণ সম্পাদক বাদশা ভূঁইয়া, প্রকল্পের উপদেষ্টা খোকন রায়সহ আরও অনেকে।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প ব্যাবস্থাপক সঞ্জিৎ বিশ্বাস।দিবস উপলক্ষে বিশেষ আলোচনা, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপহার বিতরণ করা হয়েছে। ১১৭ জন মেয়েকে পুতুল এবং ১১০ জন ছেলেকে ফুটবল এবং ২২৭ জন শিশুর মাঝে উন্নতমানের খাবার করা করা হয়েছে।
সূত্র:যায়যায় দিন








