দেশব্যাপী গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে সরকারের নেওয়া প্রচারণা কার্যক্রমে নরসিংদীতে একটি ইউনিয়ন পরিষদের ব্যানারে নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতীক ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) সকালে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে সড়কে গণভোটের পক্ষে প্রচারণার উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ প্রশাসনের পক্ষ থেকে একটি ব্যানার টাঙানো হয়। ব্যানারটিতে ‘ধানের শীষে ভোট দিন’ লেখা সংবলিত ব্যালটের ছবি যুক্ত থাকায় বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক বিতর্কের জন্ম দেয়।
স্থানীয় বাসিন্দা রাসেল সরকার বলেন, একটি সরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে এভাবে দলীয় প্রতীকের প্রচারণা আইনগতভাবে অপরাধ এবং এতে নির্বাচন ও গণভোটের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়।
এ বিষয়ে নরসিংদী জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ওসমাস গনী বলেন, সরকারি কর্মসূচিতে প্রকাশ্যে একটি দলের প্রতীক ব্যবহারের মাধ্যমে প্রশাসনের পক্ষপাতের ইঙ্গিত মিলছে। এমন পরিস্থিতিতে ওই প্রশাসকের অধীনে সুষ্ঠু নির্বাচন বা গণভোট নিয়ে জনআস্থা তৈরি হওয়া কঠিন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক সিনথিয়া হোসেন বলেন, ব্যানারে ধানের শীষের ছবি অনিচ্ছাকৃতভাবে যুক্ত হয়েছে। গণভোটের পক্ষে ব্যানার তৈরির নির্দেশ দেওয়া হলেও দায়িত্বপ্রাপ্তরা ডিজাইন অনুমোদন না নিয়েই সকালে ব্যানারটি টাঙিয়ে দেয়। বিষয়টি জানার পর জেলা প্রশাসক (ডিসি) তাৎক্ষণিকভাবে ব্যানার অপসারণের নির্দেশ দেন এবং ইতোমধ্যে সেটি সরিয়ে নেওয়া হয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা অব্যাহত থাকলেও প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে সতর্কতার আশ্বাস দেওয়া হয়েছে।










