স্বপ্ন নিয়ে নিজেদের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ খেলতে মঙ্গলবার শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগেই সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেলো তাদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ও ফটোসেশন।
সংবাদ সম্মেলনে কোচ সারওয়ার ইমরান বলেন, “আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচ ধরে ভালো খেলা। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জেতার ভালো সুযোগ আছে। তবে কাউকেই বড় করে দেখছি না, শতভাগ দিয়ে চেষ্টা করবো।”
তিনি আরও যোগ করেন, “প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলবো। অস্ট্রেলিয়া বা আরও কিছু দলকে নিজেদের চেয়ে উপরে ভাববো না। গত বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছি, এবারও আরও কিছু ম্যাচ জেতার জন্য যাচ্ছি।”
তবে বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া জান্নাতুল ফেরদৌস সুমনার প্রসঙ্গও আসলো আলোচনায়। বাঁহাতি ব্যাটারের বিপক্ষে বল করতে না পারা এবং একুরেসির অভাবের কারণে তাকে বাদ দেওয়ার ব্যাখ্যা দিয়েছেন কোচ। তার বদলে যে অফ স্পিনারকে নেওয়া হয়েছে, তার সাহস ও একুরেসি সুমনার চেয়ে ভালো বলেও জানান তিনি।
সূত্র :যায়যায় দিন








