Home জাতীয় শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ব্যাপক ক্ষতির শঙ্কা, ফ্লাইট ওঠানামা স্থগিত

শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ব্যাপক ক্ষতির শঙ্কা, ফ্লাইট ওঠানামা স্থগিত

9
0

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুনের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে আনুমানিক ২ টা ১৫ মিনিটের দিকে আগুন লেগেছে বলে জানা যায়।

ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।আগুন নেভাতে ঘটনাস্থলে ৫টি ইউনিট গিয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। নৌবাহিনীর সদস্যরাও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন বলে আইএসপিআরের তরফে জানানো হয়েছে।

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন লাগার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে।

বিমানবন্দরের ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, ‘সবাইকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।’ কীভাবে সেখানে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য কর্তৃপক্ষ জানাতে পারেনি।

সূত্র :যায়যায় দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here