Home জাতীয় লোহাগড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ৫ টন চাল কালোবাজারে বিক্রির অভিযোগ

লোহাগড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ৫ টন চাল কালোবাজারে বিক্রির অভিযোগ

4
0

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরাদ্দকৃত পাঁচ টন চাল বিধি বহির্ভূতভাবে কালো বাজারে বিক্রির অভিযোগ উঠেছে দুই জন ডিলারের বিরুদ্ধে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে মাগুরা জেলার মোহাম্মদপুর থানার ন’হাটা পুলিশ ক্যাম্পের পুলিশ চাল জব্দ করেছে বলে জানা গেছে।

সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির আওতাভুক্ত মিঠাপুর বাজারের ডিলার হিমায়েত হোসেন ও নালিয়া বাজারের ডিলার কামরুজ্জামানের নিকট থেকে মিলন হোসেন নামে এক ব্যবসায়ী চাল ক্রয় করেন। চালভর্তি নছিমনটি মাগুরা নিয়ে যাওয়ার পথে মোহাম্মদপুরের সুজাপুর গ্রামের পাঁচ রাস্তার মোড়ে পৌঁছালে এলাকাবাসীর সন্দেহ হয়। এ সময় স্থানীয় জনতা নছিমনটি তল্লাশি করে খাদ্যবান্ধব কর্মসূচির চাল দেখতে পেয়ে ন’হাটা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ চালসহ ব্যবসায়ী মিলনকে ফাঁড়িতে নিয়ে যায়।চাল ব্যবসায়ী মিলন জানান, “নলদী ইউপির মিঠাপুর বাজারের ডিলার হিমায়েত মোল্যা ও নালিয়া বাজারের ডিলার কামরুল ইসলাম গোডাউন থেকে গাড়িতে চাল লোড দিয়ে দেন। মাগুরায় নিয়ে যাওয়ার পথে নহাটা ফাঁড়ির পুলিশ চাল আটক করে।”

বিএনপির নলদী ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মিঠাপুর বাজারের ডিলার হিমায়েত হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “১০ বছর আগে আওয়ামী লীগ কার্ড করে গেছে, সেই কার্ডে ধনী ও বিদেশীদের নাম আছে। তারা লোক দিয়ে চাল উত্তোলন করে কালো বাজারে বিক্রি করে। আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে।” ডিলার হিমায়েত হোসেনের তদারকি কর্মকর্তা মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইদ্রিস হোসেনকে মোবাইল নম্বরে ফোন করেও পাওয়া যায়নি।

লোহাগড়ার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা তাজউদ্দিন আহমেদ জানান, চাল ও ব্যবসায়ী মিলনকে ন’হাটা পুলিশ ফাঁড়ি আটক করেছে বলে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ শনিবার (২৫ অক্টোবর) সকালে জানান, “ঘটনার সাথে জড়িতদের কেউ ছাড় পাবে না। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সূত্র :যায়যায় দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here