Home খেলা ‘লিটনের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে দল’

‘লিটনের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে দল’

18
0

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত চলমান এশিয়া কাপের সুপার ফোর পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। আর এই ম্যাচ জিতলে ফাইনালে উঠে যাবে টাইগাররা। তবে এই ম্যাচের আগে বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাসের খেলা নিয়ে রয়েছে শঙ্কা।

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ দলকে ২০ ঘণ্টার ব্যবধানে আবারও নামতে হচ্ছে। ভারতের বিপক্ষে ম্যাচ হারের পর সমীকরণ এখন এমন-আজ রাতে পাকিস্তানকে হারাতে পারলে ফাইনাল, হারলে বিদায়। বাঁচা-মরার এই ম্যাচের আগে প্রশ্ন জেকেছে লিটন কুমার দাসকে নিয়ে। তিনি কি ফিট আছেন?গত পরশু থেকেই ঘুরছে এই প্রশ্ন। বুধবার ভারতের বিপক্ষে ম্যাচের আগে তা প্রকট হয়। বাংলাদেশের টি২০ অধিনায়ক ম্যাচটি খেলতে পারেননি। ড্রেসিংরুমেই কাটিয়েছেন। আজ রাত সাড়ে ৮টায় পাকিস্তানের বিপক্ষে তাকে পাওয়া নিয়েও জেগেছে শঙ্কা।

যদিও বুধবার ভারতের বিপক্ষে হারের পর জাকের আলী অনিক সম্ভাবনার কথা জানিয়ে রেখেছেন, ‘উনি (লিটন) পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। আমরা (পাকিস্তান) ম্যাচ শুরুর আগ-পর্যন্ত তার জন্য অপেক্ষা করব।’

গত মঙ্গলবার অনুশীলনের সময় পাঁজরে চোট পান লিটন। শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকেও যান। লিটন না খেলায় ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয় জাকের আলী অনিনকে। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিপক্ষে লিটনকে না পাওয়া গেলে জাকের আলীর কাঁথেই থাকবে গুরুদায়িত্ব।

তবে জাকেরের মতো বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ফাহিমও আশাবাদী লিটনকে মহারণে পাওয়া যাবে। বিসিবি পরিচালক বলেন, ‘লিটন কুমার দাসের একটু সমস্যা ছিল শারীরিকভাবে। পর্যবেক্ষণে আছেন। আশা করি, আমরা ভালো খবর পাবো।’

সূত্র :যায়যায় দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here