Home জাতীয় রাবি নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে তুলে নিয়ে পুলিশে সোপর্দ

রাবি নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে তুলে নিয়ে পুলিশে সোপর্দ

14
0

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার এক কর্মীকে তুলে নিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। সোমবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে অরিত্র নামে ওই ছাত্রলীগ কর্মীকে তারা তুলে নিয়ে যায়।

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী অরিত্র বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। তিনি ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল গালিবের অনুসারী ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ক্যাম্পাস ছাড়েন। সম্প্রতি তিনি রাজশাহী আসলেও ক্লাস করেননি।

রাতে ক্যাম্পাসে প্রবেশকালে তাকে আগে থেকেই অনুসরণ করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্থানীয় ছাত্রদল-যুবদলের কয়েকজন মিলে এসে তাকে তুলে নিয়ে যায়। এরপর জানা যায় তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, ‘রাবির প্রধান ফটকের সামনে থেকে অরিত্র নামের এক ছাত্রকে ছাত্রলীগ কর্মী সন্দেহে তুলে থানায় সোপর্দ করেছে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা। আমরা উভয় পক্ষের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং পরিচয় যাচাই-বাছাইয়ের কাজ করছি। এখন উভয় পক্ষই থানায় রয়েছে।’

উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো. শাহিদুল আলম বলেন, ‘আমাদের একজন ছাত্রকে পুলিশে সোপর্দ করার খবর শুনেছি। কিন্তু পরিচয় এখনো জানতে পারিনি। ওই ছাত্র কোনো রাজনীতির সঙ্গে জড়িত কি না তা আমি নিশ্চিত নই। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে জানতে পারবো।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হয়েছি যে একটা ছেলেকে তুলে নিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঐ ছেলে ছাত্রলীগ করতো এবং তার পরিবারও আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। সে এখন থানায় আছে।’

ক্যাম্পাস থেকে একজন শিক্ষার্থীকে এভাবে তুলে নিয়ে থানায় সোপর্দ করার এখতিয়ার কোনো ছাত্রসংগঠনের নেতাকর্মীর আছে কি না এ বিষয়ে তিনি বলেন, ‘সেটার জবাব আমি এখন দিতে পারবো না। তবে পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞ, তাদের সহযোগিতায় ওই ছেলেকে থানায় সোপর্দ করা হয়েছে।

সুত্র: জনকন্ঠ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here