Home আন্তর্জাতিক রাতে সাপ হয়ে কামড়াতে যান স্ত্রী, অভিযাগ স্বামীর

রাতে সাপ হয়ে কামড়াতে যান স্ত্রী, অভিযাগ স্বামীর

11
0

ভারতের উত্তর প্রদেশের মেরাজ নামে এক ব্যক্তি দাবি করেছেন, তার স্ত্রী রাতে সাপে রূপান্তরিত হন ও তাকে কামড়ানোর চেষ্টা করেন। এ বিষয়ে তিনি ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনও জমা দিয়েছেন।

স্থানীয় সমাধান দিবসে মেরাজ নামের ওই ব্যক্তি জেলা প্রশাসকের সামনে উপস্থিত হয়ে বলেন, স্যার, আমার স্ত্রী নাসিমুন রাতে সাপে পরিণত হয় ও আমাকে কামড়ানোর জন্য ধাওয়া করে। মেরাজের অভিযোগ, একাধিকবার তাকে হত্যা করার চেষ্টা করেছেন তার স্ত্রী । কিন্তু প্রতিবারই তিনি ঘুম থেকে জেগে উঠে প্রাণে বেঁচে যান।

তিনি বলেন, ‘আমার স্ত্রী আমাকে মানসিকভাবে নির্যাতন করে। আমি আশঙ্কা করছি, কোনো না কোনো রাতে সে আমাকে মেরে ফেলতে পারে।’ ঘটনাটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) ছড়িয়ে পড়ে। একজন ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, তুমি কি তার নাগমণি লুকিয়ে রেখেছ? অন্য একজন পরামর্শ দিয়েছেন, তুমি নিজেও কোবরা হয়ে যাও। স্থানীয় জেলা প্রশাসক ঘটনাটিকে হালকাভাবে না নিয়ে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

সূত্র :যায়যায় দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here