ষ্ট্যাফ রিপোর্টার: সাহিত্য-শিল্প মননের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের১৬৪ তম জন্মজয়ন্তীকে কুষ্টিয়ার শিলাইদহতে ৮ মে থেকে ১০ মে পর্যন্ত তিন দিনব্যাপী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে -বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় , কুষ্টিয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানের কর্মসূচি হাতে নেয়া হয় । কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব ফরহাদ সিদ্দিক, স্বারক বক্তা হিসাবে -ভাষাবিজ্ঞানী অধ্যাপক মনসুর মুসা রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য বই এবং ভাষা সম্বন্ধে আলোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে ড. ভাইস চ্যান্সেলর নকিব মোঃ নসরুল্লাহ,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সচিব মোঃ মফিদুর রহমান। অনলাইনে যোগাযোগের মাধ্যমে -উপদেষ্টা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মোস্তফা সরোয়ার ফারুকী শিলাইদহে তার কিছু স্মৃতি তুলে ধরলেন এবং এ সময়ে উপস্থিত না থাকায় দুঃখ প্রকাশ করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পী বৃন্দ গান ও নৃত্য পরিবেশন করেন। কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী শিল্পী বৃন্দ এবং কুষ্টিয়ার উপজেলাগুলোর অন্যান্য সংগঠন দিনব্যাপী অনুষ্ঠান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহ কুঠিবাড়িতে বসে গীতাঞ্জলি লিখেছিলেন। প্রতিবছর শিলাইদহ কুঠিবাড়িতে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালন করা হয়। পঁচিশে বৈশাখ উপলক্ষে প্রতিবছর এখানে গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
Sent 25m ago
Enter