Home আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ৫০০% শুল্ক পরিকল্পনা ভারত, চীন ও ব্রাজিলের ওপর

23
0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘গ্রাহাম-ব্লুমেন্টাল নিষেধাজ্ঞা বিল’-এ সম্মতি দিয়েছেন, যা ভারত, চীন ও ব্রাজিলের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেবে। বর্তমানে ভারত ও ব্রাজিলের ওপর ৫০ শতাংশ এবং চীনের ওপর ৩০ শতাংশ শুল্ক রয়েছে। বিলটি পাস হলে যারা রাশিয়ার তেল, গ্যাস বা ইউরেনিয়াম কিনে পুতিনের যুদ্ধযন্ত্রকে জ্বালানি সরবরাহ করবে, তাদের ওপর যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় মাত্রার শুল্ক আরোপ করা হবে।

বিলটি তৈরি করেছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্র্যাটিক সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল। গ্রাহাম জানিয়েছেন, আগামী সপ্তাহে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ভোটগ্রহণ শুরু হবে। সিনেট ও প্রেসিডেন্টের অনুমোদনের পর এটি কার্যকর হবে।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here