Home জাতীয় যমুনা অভিমুখে বিসিএস পরীক্ষার্থীদের বিক্ষোভ, উত্তেজনা

যমুনা অভিমুখে বিসিএস পরীক্ষার্থীদের বিক্ষোভ, উত্তেজনা

13
0

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ‘যমুনা’ অভিমুখে বিক্ষোভ করেছেন একদল চাকরি প্রার্থী।

শুক্রবার বিকেলে বিক্ষোভকারীরা নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ নিয়ে যমুনার দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনাও ঘটে।

আজ শুক্রবার সকালে ৪৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরে বিকেলে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে যমুনার সামনে যেতে চাইলে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়।এ সময় বিসিএস পরীক্ষায় বৈষম্যের স্বীকার হয়েছেন বলে দাবি করে তারা ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’ প্রভৃতি স্লোগান দেন।

সূত্র:যায়যায় দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here