Home অর্থনীতি

ভ্যাট রিটার্ন সহজ করতে ই-ভ্যাট সিস্টেমে সব নথি সংরক্ষণের উদ্যোগ এনবিআরের

32
0

ভ্যাট রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ ও করদাতাবান্ধব করতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আওতায় সব করদাতার ভ্যাট রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে জরিমানা ও সুদ ছাড়াই করদাতারা নিজেরাই আগে দাখিল করা হার্ড কপি ভ্যাট রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রি দিতে পারবেন।
সোমবার (৫ জানুয়ারি) এ সংক্রান্ত নতুন সাব-মডিউলের কর্মসম্পাদন প্রক্রিয়া উল্লেখ করে একটি পরিপত্র জারি করেছে এনবিআর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিপত্র অনুযায়ী করদাতারা নিজেরাই ই-ভ্যাট সিস্টেমে পূর্বে দাখিল করা পেপার রিটার্ন এন্ট্রি করতে পারবেন।
এনবিআর জানায়, এতদিন করদাতাদের পেপার রিটার্ন সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটের সেন্ট্রাল প্রসেসিং সেন্টার (সিপিসি) থেকে সিস্টেমে এন্ট্রি দেওয়া হতো। এতে সময় বেশি লাগার পাশাপাশি তথ্যভ্রান্তির কারণে দায়-দায়িত্ব নির্ধারণে জটিলতা তৈরি হতো। ফলে অনেক ক্ষেত্রে সময়মতো রিটার্ন এন্ট্রি না হওয়ায় করদাতাদের ওপর স্বয়ংক্রিয়ভাবে সুদ ও জরিমানা আরোপ করা হতো।
নতুন সাব-মডিউল চালুর ফলে যারা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারায় নির্ধারিত সময়ের মধ্যে হার্ড কপি রিটার্ন দাখিল করেছেন, তারা কোনো সুদ ও জরিমানা ছাড়াই ই-ভ্যাট সিস্টেমে রিটার্ন এন্ট্রি দিতে পারবেন।
এনবিআর আরও জানায়, করদাতাদের ই-মেইল ও মোবাইল ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ই-ভ্যাট সিস্টেমের লিংক পাঠানো হবে। ওই লিংকের মাধ্যমে ‘হার্ড কপি রিটার্ন এন্ট্রি’ সাব-মডিউল ব্যবহার করা যাবে। আগামী ৩১ মার্চ পর্যন্ত পূর্বে দাখিল করা সব পেপার রিটার্ন জরিমানা ও সুদ ছাড়াই সিস্টেমে এন্ট্রি দেওয়ার সুযোগ থাকবে।

 

আয়কর রিটার্ন

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here