আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে শুরু হয়েছে ভোটযুদ্ধের উত্তাপ। ইতোমধ্যে নির্বাচনী মাঠে নেমে পড়েছেন বিএনপির পাঁচজন মনোনয়নপ্রত্যাশী।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের একক প্রার্থী চূড়ান্ত করেছে। এতে পুরো আসনজুড়ে রাজনৈতিক অঙ্গন হয়ে উঠেছে সরব ও উৎসবমুখর।
সরেজমিনে জানা যায়, বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তাঁরা ভোটারদের সামনে তুলে ধরছেন দলের প্রতি নিজের ত্যাগ-অবদান, উন্নয়ন পরিকল্পনা ও নানা প্রতিশ্রুতি।বিপরীতে জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরাও মাঠে সক্রিয়। তবে জাতীয় পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বা অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দলের কোনো তৎপরতা এখনো লক্ষ্য করা যায়নি।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বিএনপি যদি অভ্যন্তরীণ কোন্দল মেটাতে না পারে, তবে এ আসন পুনরুদ্ধারে দলটির জন্য জটিলতা তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে জামায়াত বা হেভিওয়েট কোনো স্বতন্ত্র প্রার্থী সুযোগ নিতে পারে বলেও মনে করছেন তাঁরা।
জানা যায়, বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গঠিত চরফ্যাশন ও মনপুরা উপজেলা নিয়ে ভোলা-৪ আসন। এ আসনে রয়েছে একটি ‘এ’ গ্রেড পৌরসভা, পাঁচটি থানা ও ২৫টি ইউনিয়ন। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬০ হাজার ৯৮৬ জন। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এই দ্বীপাঞ্চলে নদীভাঙন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ ও মাদক বিস্তারই এখানকার প্রধান সমস্যা। ভোটাররা বলছেন, “যে প্রার্থী মুখের প্রতিশ্রুতির বাইরে গিয়ে সত্যিকারে এসকল সমস্যার উন্নয়ন করবেন, ভোট আমরা তাকেই দেব।”
এ আসনে দলীয় গ্রিন সিগন্যাল পেতে বিএনপির পাঁচ প্রভাবশালী নেতা ইতোমধ্যে তৎপর রয়েছেন। তারা হলেন – তিনবারের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, বিএনপির আইনজীবী ফোরামের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্যাহ মিয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান রনভী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নির্বাহী সদস্য ও ব্যাংক কর্মকর্তা শোয়েব মো. মুনতাছির মোর্শেদ।
নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থীর বিরুদ্ধে এখন পর্যন্ত জামায়াতে ইসলামীর প্রার্থী ভোলা জেলার সাবেক আমির ও বরিশাল বিভাগীয় অঞ্চল পরিচালনা টিমের সদস্য অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল এবং ইসলামি আন্দোলনের প্রার্থী অধ্যাপক এ এম এম কামাল উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তথ্য পাওয়া গেছে।
সূত্র :যায়যায় দিন








