ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় আবু বকর সিদ্দিক নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, পাড়াগাঁওয়ের আজিজুল মেম্বারের মোড় এলাকায় একটি কাবার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আবু বকর সিদ্দিক গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটতম হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আবু বকর সিদ্দিকের মৃত্যুতে স্থানীয় শিক্ষা মহল ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন