সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত চলমান এশিয়া কাপে সুপার ফোর পর্বের প্রথম ম্যাচ জিতে তারুণ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি হবে লিটন কুমার দাসের দল।
তবে তার আগে দুবাইয়ের একাডেমি মাঠে অনুশীলন করেছে টাইগাররা। আর সেখানে অনেকটা দুঃসংবাদ বয়ে এনেছে লিটনের ইনজুরি। বাম পাঁজরে চোট পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ভারতের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।সুপার ফোরের এই ম্যাচে জয় পেলে ফাইনালে এক পা দিয়ে রাখবে বাংলাদেশ। কাজটি যে মোটেই সহজ হবে না, তা সবার জানা। এমন অবস্থায় লিটনের চোট চিন্তা বাড়াবে টাইগার শিবিরে। বাংলাদেশ অধিনায়ক না থাকলে তা হবে বিশাল ক্ষতি। দলের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, লিটনের চোট গুরুতর কিছু নয়। সব ঠিক থাকলে ভারত ম্যাচে টস করতে নামবেন তিনিই।
ভারতের বিপক্ষে টি২০তে বাংলাদেশিদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন। বর্তমানে খেলছেন, এমন ক্রিকেটারদের মধ্যে লিটন আবার সবার ওপরে। ১১ ম্যাচে ১৪৯.৩৫ স্ট্রাইক রেটে করেছেন ২৩০ রান, হাফসেঞ্চুরি আছে একটি।ব্যাট হাতেও ছন্দে আছেন লিটন। শ্রীলংকার বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকে। টি২০তে বাংলাদেশের হয়ে লিটনই এখন সর্বোচ্চ রান সংগ্রাহক।
সূত্র :যায়যায় দিন
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন










