ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে ভয়াবহ বাস অগ্নিকাণ্ডে অন্তত ১৯ জন যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে জয়সলমের থেকে জোধপুরগামী একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল রাজস্থানের জয়সলম–জোধপুর মহাসড়ক।
কীভাবে ঘটল দুর্ঘটনা
প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক যাত্রী বের হওয়ার সুযোগ না পাওয়ায় পুড়ে মারা যান। স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন, পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আহতদের হাসপাতালে ভর্তি
অগ্নিকাণ্ডে দগ্ধ আহতদের উদ্ধার করে জয়সলমেরের জওহর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। জয়সলমের জেলা প্রশাসন জানিয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করা হয়। জেলা কালেক্টর প্রতাপ সিংহ আহতদের দ্রুত চিকিৎসা ও সহায়তার জন্য বিশেষ হেল্পলাইন চালুর নির্দেশ দিয়েছেন।
শোক ও সহানুভূতি
দুর্ঘটনার খবরে শোক জানিয়েছেন রাজ্যের রাজ্যপাল হরিভাউ বাগাড়ে, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলত, বিজেপি রাজ্য সভাপতি মদন রাঠোরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা।
মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে লিখেছেন যে,
“জয়সলমেরের বাস দুর্ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের প্রতি গভীর শোক ও সহমর্মিতা জানাচ্ছি। আহতদের যথাযথ চিকিৎসা ও নিহত পরিবারের সদস্যদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে।”
প্রশাসনের পদক্ষেপ
রাজ্য প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে বিশেষ তদন্ত দল (SIT) গঠন করা হয়েছে। মৃতদের পরিবারকে আর্থিক অনুদান এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।এই মর্মান্তিক ঘটনায় সারা রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাস্থলে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও প্রার্থনা অনুষ্ঠান আয়োজন করেছেন
সূত্র:যায়যায় দিন








