Home শিক্ষা ভাঙলো মাউশি, হচ্ছে পৃথক দুই অধিদপ্তর

ভাঙলো মাউশি, হচ্ছে পৃথক দুই অধিদপ্তর

12
0

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ভেঙে নতুন দুটি পৃথক অধিদপ্তর করা হচ্ছে। একটি মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং অন্যটি কলেজ শিক্ষা অধিদপ্তর। এরই মধ্যে প্রধান উপদেষ্টা এ বিষয়ে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ রোববার (১২ অক্টোবর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিনের সই করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে, এ সংক্রান্ত একটি প্রস্তাব প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়। প্রস্তাবপত্রে স্বাক্ষর করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার এবং সাবেক সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। প্রস্তাবে দু’টি পৃথক অধিদপ্তর গঠনের কথা বলা হয়।

মন্ত্রণালয় বলছে, ২০১০ সালের জাতীয় শিক্ষানীতির ২৭ নম্বর অনুচ্ছেদে মাধ্যমিক ও কলেজ পর্যায়ের জন্য পৃথক দুটি অধিদপ্তর গঠনের সুপারিশ ছিল। সে সুপারিশ বাস্তবায়নের ধারাবাহিকতায় এ উদ্যোগ। মাধ্যমিক ও কলেজ পর্যায়ের কাজ আলাদা করে পরিচালনা করলে প্রশাসনিক কার্যক্রম আরও গতি পাবে।বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ২০২৪ সালের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দেশে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২১ হাজার ২৩২টি। এর মধ্যে ১ হাজার ৫১৪টি প্রতিষ্ঠান একযোগে স্কুল ও কলেজ পর্যায়ের পাঠদান কার্যক্রম পরিচালনা করছে। এ পর্যায়ে শিক্ষক রয়েছেন দুই লাখ ৯৩ হাজার ২৮৯ জন, আর শিক্ষার্থী সংখ্যা ৯০ লাখ ৬৩ হাজার ৪২২ জন।

সূত্র :যায়যায় দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here