Home খেলা

বোর্ডের নির্দেশ মেনে মোস্তাফিজকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিল কলকাতা

27
0

আইপিএল ২০২৬ মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেকেআরকে নির্দেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া। তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে চারপাশে যা ঘটছে, সেই পরিস্থিতির কারণে বিসিসিআই কেকেআরকে নির্দেশ দিয়েছে তাদের দল থেকে বাংলাদেশের একজন খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে। একই সঙ্গে বিসিসিআই জানিয়েছে, তারা চাইলে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতি দেওয়া হবে।’

যদিও বিসিসিআই আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো কারণ জানায়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে কেকেআর ও তাদের মালিক শাহরুখ খানের বিরুদ্ধে সমালোচনা করেন কিছু রাজনৈতিক ও ধর্মীয় নেতা। এই প্রেক্ষাপটেই বিসিসিআই সিদ্ধান্ত নেয় বলে ধারণা করা হচ্ছে। কয়েক ঘণ্টার মধ্যেই কেকেআর এক বিবৃতিতে জানায়, ‘বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী সব নিয়ম মেনেই আলোচনা শেষে মোস্তাফিজকে ছেড়ে দেওয়া হয়েছে।’

এদিকে মোস্তাফিজকে নিয়ে বিসিসিআইয়ের বক্তব্যের এক দিন আগে বাংলাদেশের হোম সিজনের সূচি ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে ২০২৬ সালের মার্চ থেকে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির সিরিজ রয়েছে। সিরিজটি আগে ২০২৫ সালে হওয়ার কথা ছিল। এর আগে ফেব্রুয়ারি-মার্চে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ।

২০১৬ সালে আইপিএল ক্যারিয়ার শুরু করা মোস্তাফিজ এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। আইপিএলে ৬০ ম্যাচে তার উইকেট ৬৫টি। সর্বশেষ নিলামে কেকেআর তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয়। আইপিএল ২০২৬ মৌসুমের আগে তিনিই একমাত্র বাংলাদেশি ক্রিকেটার ছিলেন, যিনি কোনো দলে জায়গা পেয়েছিলেন। বর্তমানে তিনি বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন। পুরো বিষয়টি নিয়ে শিগগিরই বিবৃতি দিতে পারে বিসিবি।

সূত্র- ক্রিকইনফো

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here