Home সারাদেশ বেলাবোতে ৩৪০ বোতল বিদেশী মদসহ দুইজন আটক

বেলাবোতে ৩৪০ বোতল বিদেশী মদসহ দুইজন আটক

4
0

নরসিংদীর বেলাবোতে ৩৪০ বোতল বিদেশী মদসহ দুই মাদক কারবারীকে আটক করেছে বেলাবো থানা পুলিশ। গত ১৩ সেটেম্বর শনিবার সন্ধ্যায় উপজেলার নারায়নপুর ইউনিয়নের ঢাকা সিলেট মহাসড়কের দড়িকান্দি বাসষ্ট্যান্ড এলাকা থেকে গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়

এসময় একটি নীল-হলুদ রঙ্গের ডিস্ট্রিক ট্রাক থেকে তল্লাশী করে ৩৪০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। জব্দকৃত বিদেশী মদের বাজারমূল্য প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা বলে জানা গেছে। আটককৃতরা হলো মাদারীপুর সদর উপজেলার ছয়না(ঘটমাঝি) গ্রামের মৃত হারেছ ব্যাপারীর ছেলে রসুল ব্যাপারী(৩৯) ও একই উপজেলার কুঙ্গীপাড়া

বেলাবো থানার এসআই শিহাব আহম্মেদ জানান,ঘটনার দিন সন্ধ্যায় ডিউটিরত অবস্থায় খবর পান একটি ট্রাকে করে বিপুল পরিমাণ বিদেশী মদ পাচার করা হচ্ছে। এসময় বেলাবো থানা অফিসার ইন্চার্জ মীর মাহাবুর রহমানের নির্দেশনায় দড়িকান্দি এলাকায় দ্রুত অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এবং ১টি ট্রাক জব্দ করে ট্র ট্রাক থেকে ৩৪০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।

বেলাবো থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন,মাদক বিরোধী অভিযানে বেলাবো থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। কোনভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেয়া হবেনা। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। এবং

গ্রামের মৃত কামাল খাঁনের ছেলে মোঃ রাব্বি খাঁন(২১)। বেলাবো থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে

সূত্র :যায়যায় দিন

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here