Home সারাদেশ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুষ্টিয়া কোর্টে দোয়া মাহফিল

17
0

কুষ্টিয়া প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা শাখা এবং জিপিশীপ ও পিপিশীপ-এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার কুষ্টিয়া আইনজীবী সমিতির হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের আগে এ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শামিম উল হাসান অপুর সভাপতিত্বে এবং অ্যাডভোকেট বুলবুল আহমেদ লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জিপি অ্যাডভোকেট মাহাতাব উদ্দিন, পিপি অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম, নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল মজিদ, দুদক পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নাফ।

এছাড়াও বক্তব্য দেন সিনিয়র অ্যাডভোকেট খাদেমুল, অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, অ্যাডভোকেট হাফিজুল ইসলাম মুনীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর আপসহীন নেতৃত্ব জাতি চিরদিন স্মরণ করবে।”

আলোচনা সভা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে আইনজীবী ফোরামের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক আইনজীবী অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here