বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটি শুধু দেশের জন্য নয়, গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রেও অপূরণীয় ক্ষতি।
মঙ্গলবার সকালেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “এই সংবাদটি নিয়ে আমাদের সামনে দাঁড়াতে হবে, এটি আমরা কখনো ভাবিনি। আমরা আশা করছিলাম আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন। আজ ভোর ৬টায় আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক আমাদের ছেড়ে চলে গেছেন… ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
তিনি আরও বলেন, “এই শোক ও ক্ষতি অস্বাভাবিক এবং অপূরণীয়। যে নেত্রী সারাজীবন জনগণের অধিকারের জন্য, দেশের কল্যাণের জন্য নিজ জীবন উৎসর্গ করেছিলেন, সেই দেশনেত্রী আমাদের মাঝে নেই। বাংলাদেশের রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে।”
মির্জা ফখরুল জানান, সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস ইতোমধ্যেই ফোন করেছেন। সকাল সাড়ে ১০টায় তারা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন। এই মিটিংয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শেষ কাজ, জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের বিষয়গুলো আলোচনা করা হবে। সভার পর সম্পূর্ণ প্রক্রিয়া জনসম্মুখে জানানো হবে।










