বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বাংলাদেশের জন্য নির্বাচন অত্যাবশ্যক। কেউ কেউ নির্বাচন পেছানোর চেষ্টা করছে, যা তিনি ফ্যাসিবাদী শক্তির প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, বিএনপি সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে পরিবর্তন ও গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়।
তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। এবার মানুষ যেন নিজের পছন্দের নেতাকে ভোট দিতে পারে, এজন্য প্রশাসন, নির্বাচন কমিশন ও জনগণকে একসাথে কাজ করতে হবে। সব রাজনৈতিক দল যেন ঐক্যবদ্ধ হয় এবং ধর্মকে রাজনীতির পুঁজি হিসেবে ব্যবহার করা না হয়।
যুব সমাবেশের প্রতিপাদ্য ছিল ‘যুব সমাজের অঙ্গীকার, ফেরাতে হবে ভোটের অধিকার’। সমাবেশে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরত-ই-এলাহি স্পিকার।
সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েত। অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন খুলনা জেলা বিএনপির নেতা ও উপজেলা-জেলা পর্যায়ের অঙ্গসংগঠনের নেতারা।
সূত্র :যায়যায় দিন








