Home খেলা বার্সেলোনার-সমর্থকদের জন্য বড় ধাক্কা

বার্সেলোনার-সমর্থকদের জন্য বড় ধাক্কা

16
0

স্পেন ও বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিনে ইয়ামালকে ইনজুরির ধাক্কা যেন পিছু ছাড়ছে না। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচ শেষে পুরনো চোট নতুন করে ভোগাচ্ছে এই উইঙ্গারকে। আর এ কারণেই নতুন করে দুঃসংবাদ শুনতে হচ্ছে বার্সা-সমর্থকদের।

শুক্রবার দলের অনুশীলনে অংশ নেননি ১৮ বছর বয়সি এই খেলোয়াড়। পিএসজির বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলার পরই তার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা তৈরি হয়। চিকিৎসকদের পর্যালোচনায় নিশ্চিত হয়েছে, আগের ইনজুরিই ফের মাথাচাড়া দিয়েছে।

এমন চোটের অভিজ্ঞতা ইয়ামালের আগে থেকেই আছে। মৌসুমের শুরুতে ভ্যালেন্সিয়া, গেটাফে, নিউক্যাসল ও ওভিয়েদোর বিপক্ষে খেলতে পারেননি তিনি। ফেরার পর রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আধা ঘণ্টা খেলেছিলেন, আর পিএসজির বিপক্ষে মাঠে ছিলেন পূর্ণ সময়। তবে সেই চাপই এবার নতুন সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইনজুরি নিয়ে জাতীয় দল ও বার্সেলোনা কোচের মধ্যে টানাপোড়েনও নতুন কিছু নয়। গত আন্তর্জাতিক বিরতির পর বার্সা কোচ হ্যান্সি ফ্লিক অভিযোগ তুলেছিলেন, অসুস্থ শরীরেই ইয়ামালকে খেলানো হয়েছিল। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ইঙ্গিত দিয়েছেন, এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে খেলোয়াড়ের ক্যারিয়ারে ঝুঁকি ডেকে আনতে পারে।

বিশেষ করে তরুণ বয়সেই বার্সেলোনার আক্রমণভাগের মূল ভরসা হয়ে ওঠা ইয়ামালের ইনজুরি ক্লাবটির জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। সামনে ব্যস্ত সূচিতে তাকে ছাড়া আক্রমণভাগ সামলানো যে কঠিন হবে, তা বলাই বাহুল্য।  কাতালান ক্লাবের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, পিউবিক হাড়ে অস্বস্তি দেখা দেওয়ায় ইয়ামালকে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।ফলে এ সপ্তাহের লা লিগায় সেভিয়ার বিপক্ষে তাকে পাওয়া যাবে না। শুধু তাই নয়, জিরোনা ও অলিম্পিয়াকোসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও খেলার সম্ভাবনা কম। এমনকি স্পেন জাতীয় দলে ডাক পেলেও আসন্ন আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামতে পারবেন না তিনি।

সূত্র :যায়যায় দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here