Home আন্তর্জাতিক বন্ধুর চোখের সামনেই কিশোরীকে গণধর্ষণ

বন্ধুর চোখের সামনেই কিশোরীকে গণধর্ষণ

12
0

নিজের এলাকাতেই গণধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী। তার পরিচিত এক যুবকের সামনেই কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্তরা। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের লখনউয়ে।

শনিবার পুলিশ জানিয়েছে, লখনউয়ে ১৬ বছর বয়সি দলিত ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। গণধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে।

কৃষ্ণনগরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার বিকাশ কুমার পাণ্ডে জানান, শনিবার বেলা ১২টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল ওই দলিত কিশোরী। আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল সে। পূর্ব পরিচিত এক যুবকের মোটরবাইকে করে যাচ্ছিল কিশোরী। বান্দারা থানার অন্তর্গত একটি পেট্রোল পাম্পের পাশে আমবাগানে দাঁড়িয়ে যুবকের সঙ্গে গল্প করছিল ওই কিশোরী। তখনই আচমকা পাঁচ অভিযুক্ত যুবক কিশোরীর উপর হামলা করে।

প্রথমে কিশোরীর পরিচিত যুবককে বেধড়ক মারধর করে তারা। ভয়ের চোটে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান ওই যুবক। এরপর কিশোরীকে আরও নির্জন এলাকায় টেনে নিয়ে গণধর্ষণ করে তারা। এরপর বিষয়টি বাইরে ফাঁস না করার জন্য হুমকি দিয়ে তারাও পালিয়ে যায়। সেখানে কোনও মতে আত্মীয়ের বাড়িতে পৌঁছে ঘটনাটি জানায় কিশোরী। তারাই থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, ইতোমধ্যেই কিশোরীকে মেডিক্যাল টেস্টর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের টিম তৈরি করে পাঁচ অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। প্রাথমিক অনুমান, অভিযুক্তরা আশেপাশের গ্রামের বাসিন্দা হতে পারে।

সূত্র :যায়যায় দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here