Home নগর-মহানগর বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে বিদেশি অস্ত্র, বিস্ফোরক উদ্ধার

বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে বিদেশি অস্ত্র, বিস্ফোরক উদ্ধার

5
0

ঢাকার বিমানবন্দর স্টেশনে বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্রভর্তি ট্রলি ব‍্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ডগ স্কোয়াডসহ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।এ বিষয়ে ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, অপারেশন বনলতা নামে একটি অভিযান পরিচালনা করেছে আর্মির একটি টিম। তবে কী পরিমান গুলি, ম্যাগজিন ও অস্ত্র উদ্ধার করা হয়েছে সেটি আমাদের জানানো হয়নি। এটি জানালে আমরা আপনাদের আনুষ্ঠানিকভাবে জানাতে পারবো।

তবে রেলওয়ে পুলিশের একটি সূত্র দাবি করেছে, ব্যাগ থেকে ৮টি পিস্তল, ১৪টি ম্যাগজিন, ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

জানা গেছে, রোববার ভোরে চাঁপাইনবাবগঞ্জ থেকে বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে আসে। এই বনলতা এক্সপ্রেস ট্রেনটি অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন। এটি শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীনভাবে চলাচল করে।

সূত্র:যায়যায় দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here