রংপুরে তীব্র শীতে ৩ দিনে ১০৩ জনের মৃত্যু
রংপুর বিভাগে তীব্র শীতের কারণে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত তিন দিনে (১–৩ জানুয়ারি) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ১,৪২১ জন রোগী ভর্তি হয়েছেন এবং ১০৩ জনের মৃত্যু হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান আজ (৩ জানুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মেডিসিন ও শিশু ওয়ার্ডে রোগীর চাপ সবচেয়ে বেশি, যেখানে ৩৭ জন রোগীর মৃত্যু হয়েছে।
রংপুর আবহাওয়া অফিস জানায়, আজ সকালে বিভাগের বিভিন্ন জেলায় তাপমাত্রা ছিল অত্যন্ত কম। নীলফামারীর সৈয়দপুরে ১০.৫° সেলসিয়াস, পঞ্চগড়ে ১০.৬°, ঠাকুরগাঁওয়ে ১০.৭°, রংপুরে ১১.২°, কুড়িগ্রামে ১১.৫°, গাইবান্ধায় ১১.৮° এবং লালমনিরহাটে ১২° সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী পাঁচ দিন ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, হিমালয়ের কাছাকাছি হওয়ায় এ অঞ্চলে শীতের তীব্রতা তুলনামূলক বেশি অনুভূত হয়। গত কয়েক দিন ধরে বরফশীতল বাতাস ও ঘন কুয়াশার কারণে প্রচণ্ড শীত বিরাজ করছে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকায় শীত আরও বেশি অনুভূত হচ্ছে।
শীতের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে তিস্তা, ধরলা ও যমুনা নদী তীরবর্তী নিম্নআয়ের মানুষের ওপর। পশুসম্পদ রক্ষায় গবাদিপশু, হাঁস-মুরগি ও চিড়িয়াখানার প্রাণীদের জন্য ভিটামিন সরবরাহ ও ঘর ঢেকে রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, ইতোমধ্যে ১২,৫০০টি কম্বল বিতরণ করা হয়েছে এবং শীতজনিত দুর্ভোগ কমাতে আটটি উপজেলায় ৪৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন










