ষ্ট্যাফ রিপোর্টার: কুষ্টিয়ায় নারী বিষয়ক সংস্কারের দাবিতে হেফাজতে ইসলামের ব্যানারে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল। ২৩ মে শুক্রবার বাদ আসর কুষ্টিয়া বড়বাজার মোড় থেকে মিছিলটি প্রদক্ষিণ করে পাঁচ রাস্তা মোড়ে এসে হেফাজতে ইসলাম সমাবেশ করে। সমাবেশে কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল খালেক সিনিয়র সহ-সভাপতি মুফতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মাওলানা শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল লতিফ খান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন -নারী অধিকার সংস্কার কমিশন কর্তৃক যে প্রস্তাব তৈরি করা হয়েছে ধর্মীয় বিধি-বিধান ইসলামী উত্তরাধিকার আইন ও ইসলামী পারিবারিক আইন হিসাবে নারীর প্রতি বৈষম্যের কারণ আখ্যা দেয়া হয়েছে. ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে আঘাত করে সংস্কারজনক প্রস্তাব বাতিল করা হোক। সমাবেশে পাঁচ মোড়ে শাপলা গণহত্যা ও জুলাই গণহত্যা সহ সকল মিথ্যা মামলা ফিলিস্তিন ও ভারতে গণহত্যা বন্ধের দাবিতে প্রতিবাদ তোলা হয়। আরো বক্তব্য রাখেন মাওলানা আফজাল হুসাইন,সাংগঠনিক সম্পাদক কুষ্টিয়া জেলা শাখা মাওলানা আব্দুল হাকিম,সম্পাদক হাফেজ আরিফুজ্জামান,মাওলানা মমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা আব্দুর রউফ, সহ-সভাপতি শামসুল হক সহ হেফাজতে ইসলামের মুফতি আলমগীর হোসেন প্রমুখ সভায় বক্তব্য রাখেন্।