Home খেলা

নাজমুলের পদত্যাগ দাবিতে বিপিএল ঢাকা পর্ব অনিশ্চিত

14
0

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব শুরু হওয়ার কথা থাকলেও মাঠে গড়ায়নি কোনো ম্যাচ। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করায় তৈরি হয়েছে বড় অচলাবস্থা। দাবি পূরণ না হওয়ায় ক্রিকেটাররা বয়কটের সিদ্ধান্তে অনড় থাকায় আজ একটি ম্যাচও অনুষ্ঠিত হয়নি।

অচলাবস্থার সূত্রপাত গতকাল। বিশ্বকাপে না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, ক্রিকেটারদের পেছনে যে বিপুল অর্থ ব্যয় করা হয়, তার প্রতিদান তারা কী দিতে পেরেছেন—সেই প্রশ্ন তোলেন এবং ক্ষতিপূরণ দেওয়ার যৌক্তিকতা অস্বীকার করেন। এমনকি ক্ষতিপূরণের প্রশ্ন তোলার অধিকারও ক্রিকেটারদের নেই বলে মন্তব্য করেন তিনি।

এই মন্তব্যকে ক্রিকেটারদের প্রতি অপমানজনক ও ক্রিকেটবিরোধী আখ্যা দিয়ে কোয়াব দ্রুত নাজমুলের পদত্যাগ দাবি করে। একই সঙ্গে জানানো হয়, দাবি মানা না হলে ক্রিকেট বয়কট চলবে। তবে এখন পর্যন্ত এম নাজমুল ইসলাম পদ ছাড়েননি।

এর সরাসরি প্রভাব পড়ে বিপিএলের ঢাকা পর্বে। নির্ধারিত প্রথম ম্যাচ খেলতে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা মাঠে নামেননি। এদিকে ছয় দলের ক্রিকেটাররা ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জড়ো হয়ে সংবাদ সম্মেলন করেন।

কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ক্রিকেটাররা খেলার বিপক্ষে নন, তবে সব কিছুর একটি সীমা আছে, যা ইতোমধ্যে অতিক্রম করা হয়েছে। তার ভাষায়, “এটা শুধু আমাদের না, পুরো ক্রিকেটাঙ্গনের প্রতি অপমান। বিশ্বকাপ, আইসিসির ট্রফি—কোনো কিছুর প্রতিই তার সম্মান নেই।”

নিজেদের অবস্থান স্পষ্ট করে মিঠুন জানান, বোর্ডের সঙ্গে আলোচনার চেষ্টা করা হলেও দাবি পূরণ ছাড়া মাঠে নামবেন না ক্রিকেটাররা। অতীত অভিজ্ঞতায় সময়ক্ষেপণের অভিযোগ তুলে তিনি বলেন, বিসিবি থেকে যদি গ্রহণযোগ্য সমাধান আসে, তবেই খেলায় ফেরার সিদ্ধান্ত হবে।

সব মিলিয়ে বিপিএল ২০২৬-এর ঢাকা পর্ব শুরু হওয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন নজর বিসিবির সিদ্ধান্তের দিকে—এই সংকট কত দ্রুত কাটে, সেটাই দেখার।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here