Home জাতীয় নাগেশ্বরীতে পরিবেশ দিবস উদযাপিত

নাগেশ্বরীতে পরিবেশ দিবস উদযাপিত

20
0

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বিশ্ব পরিবেশ দিবস।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজনে, মালালা ফান্ড এর অর্থায়নে এবং গণ স্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়। এতে আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় ও নাগেশ্বরী ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয় এর শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

র‌্যালি শেষে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। আলোচনার পর শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব চিন্তাধারায় উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।

এছাড়াও বুধবার রায়গঞ্জ উচ্চ বিদ্যালয়েও একই কর্মসূচি পালন করা হয়। দুই দিনব্যাপী কর্মসূচিতে সভাপতিত্ব করেন আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন এবং রায়গঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাব বাংলাদেশের প্রোগ্রাম অফিসার আব্দুল জলিল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নিখিল চন্দ্র বর্মণ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, সহকারী শিক্ষক হাসান ইমাম, শিক্ষার্থী প্রতিনিধি হুমায়রা খাতুন ও আতিয়া ফারজানাসহ আরও অনেকে।

স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব কার্যক্রমের মাধ্যমে আগামী প্রজন্মকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতন করে তোলা সম্ভব।

সূত্র :যায়যায় দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here