ষ্টাফ রিপোর্টার:
অর্থনীতি ও জনজীবন ‘নতুন বছরে নতুন সরকারের কাছে প্রত্যাশা’ শীর্ষক আলোচনা২০২৬ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ১১ জানুয়ারী রোববার দৈনিক বিজনেস ফাইল’র ১৯ বছরে পদার্পণ অনুস্ঠান অনুস্ঠিত হয়েছে।
আয়োজিত এ অনুষ্ঠানে ডা. উজ্জ্বল রায় এর উপস্থাপনায় বক্তব্য রাখেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. হালিদা হানুম আখতার। সঙ্গীতের মুর্ছনায় এসএমই সেক্টর নিয়ে আলোচনায় অংশ নেন বিসিক চেয়ারম্যান সাইফুল ইসলাম (অতিরিক্ত সচিব), বিকেএমইএ’র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, ব্যবসায়ী নেতা মোহা. বজলুর রহমান, এম এ সাত্তার খান, গ্রীণচাষী কামরুজ্জামান মৃধা, মেজর আসাদুজ্জামান প্রমুখ।
সভাপতিত্ব করে দৈনিক বিজনেস ফাইল সম্পাদক অভি চৌধুরী।ব্যবসায়ীদের ভ্যাট ট্যাক্স কমিয়ে তাদের ব্যবসায় সফতায় সরকার কাজ করবেন তিনি এ আশা ব্যক্ত করেন এবং দৈনিজ বিজনেস ফাইলক এগিয়ে যাবে আরও বহদূর সেভাবে কাজ করে যাবেন প্রতিশ্রুতি দিয়েছেন।
পরবর্তীতে স্মারক সন্মাননা ও অসহায়দের কম্বল বিতরণের মাধ্যমে অনুষ্ঠান এর সমাপ্তি ঘোষনা করা হয়।
Home অর্থনীতি
দৈনিক বিজনেস ফাইল ১৮ বছর পদার্পনে ব্যবসায়ীদের সাথে শীর্ষক আলোচনা – ২০২৬ অনুষ্ঠিত।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন










