ষ্টাফ রিপোর্টার: সাহসী সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার রহস্য উন্মোচন ও শাস্তির দাবিতে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলার উদ্যোগে ৭ জুলাই দুপুর ৩:৩০ টায় ২০২৫ কুষ্টিয়া থানা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বক্তব্য প্রবাদ প্রদান করেন বিশিষ্ট সাংবাদিকবৃন্দ। কুষ্টিয়া খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রুবেলকে নৃশংসভাবে হত্যা করা হয়। তিনি কুষ্টিয়া শহরে এ ব্লক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। ৭ জুলাই ২০২২ গোলাম কিবরিয়া ব্রিজের থেকে তার লাশ উদ্ধার করা হয় এ পর্যন্ত কোন ক্লু প্রশাসন বের করতে পারিনি। বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি জেলা শাখা সভাপতি শাহরিয়ার ইমন রুবেলের সভাপতিত্বে – কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া এডভোকেট শামিম উল হাসান অপু,মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি হাসান আলী, কুষ্টিয়া জেলার নিজস্ব প্রতিনিধি প্রথম আলো তৌহিদী হাসান, সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু, দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সি শাহিন আহমেদ জুয়েল, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি অর্পণ মাহমুদ, দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাব্বির আল নাফিজ, বাংলাদেশ মানবাধিকা সমিআ সাধারণ সম্পাদক অঞ্জনকৃষ্ণ শীল এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন চ্যানেল টোয়েন্টিফোর কুষ্টিয়া জেলা প্রতিনিধি শরীফ বিশ্বাস , জাতীয় মানবাধিকার সমিতির সাধারণ সম্পাদক সাকলাইন এলিন, সাংগঠনিক সম্পাদক রাব্বি দপ্তর সম্পাদক আব্দুস সালাম, দৈনিক জনবাণী কুষ্টিয়া প্রতিনিধি মাহফুজ হৃদয়, দৈনিক ইন্টারন্যাশনাল এর স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম, দৈনিক খবরওয়ালা পত্রিকার নির্বাহী সম্পাদক আমিন হাসান, সময়ের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার নাজমুল হক। বিশিষ্ট সাংবাদিকবৃন্দ এ কর্মসূচিতে বিচারের দাবিতে বক্তব্য রাখেন। উল্লেখ্য,নিখোঁজ এর ৫ দিন পর ২০২২ সালের ৭ জুলাই কুষ্টিয়া কুমারখালী উপজেলায় গোলাম কিবরিয়া ব্রিজের নিচে থেকে হাসিবুর রহমান রুবেলের অর্ধ-গলিত লাশ উদ্ধার করেন ৮ জুলাই তার ময়না তদন্ত শেষে লাশ দাফন সম্পন্ন হয়। নিজ অফিস থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় ২০২২ সালে সাংবাদিক রুবেল হত্যাকাণ্ডে রাস্তায় নেমেছিল অসংখ্য সাংবাদিকবৃন্দ। জ্ঞান শূন্য হয়ে থানা পুলিশের হাত থেকে নৌ পুলিশের হাতে তদন্ত তুলে দেয়া হয়। বক্তারা বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এ পর্যন্ত রুবেল হত্যাকাণ্ডের কোন সূরাহা বের করতে পারিনি এর প্রতিবাদে হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উন্মোচন করতে হবে। এ হত্যাকাণ্ডের বিচার দাবি্তে সাগর রুনি হত্যার ও এখন পর্যন্ত কোন বিচার হয়নি, তার বিচারের দাবি তে মানব বন্ধন কর্মসূচি আয়োজন করা হয় উপস্থিত ছিলেন টিভি জার্নালিস্ট ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।