Home জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানি শুরু, ৪ দিনে ২০৩ প্রার্থী পেলেন অনুমোদন

14
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত আপিল শুনানি বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে এ বছর নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছিল। আজ ২৮১ থেকে ৩৮০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

শুনানি শুরু হয় গত শনিবার। প্রথম দিনে ৫১ জন প্রার্থিতা ফিরে পান, পরদিন ৫৭ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। সোমবার ৪১ জন, মঙ্গলবার ৫৩ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন। চার দিনে মোট ২০৩ প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল শুনানি ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনি প্রচারণা ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here