Home সারাদেশ তিতাসে দেশী-বিদেশী অস্ত্রসহ চার নারী আটক

তিতাসে দেশী-বিদেশী অস্ত্রসহ চার নারী আটক

5
0

কুমিল্লার তিতাস উপজেলায় একাধিক দেশী-বিদেশী অস্ত্রসহ চারজন নারীকে আটক করেছে থানা পুলিশ। গত শনিবার রাতে উপজেলার শাহপুর গ্রামে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আজ রবিবার দুপুরে আটককৃতদের অস্ত্র মামলায় কোর্টের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খালেদ সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে শাহপুর গ্রামে একাধিক অভিযান চালানো হয়।

রাত ১১টায় প্রথম অভিযানে আব্দুর কাদির মিয়ার বসতঘর থেকে ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাদিরের স্ত্রী মোসাঃ শান্তি বেগম (৬০) কে আটক করা হয়।

রাত দেড়টায় থানা পুলিশের আরেকটি অভিযানে মো. আলাউদ্দিনের বিল্ডিংয়ের সানসিট থেকে একটি রিভলবার, ছয় রাউন্ড গুলি, একটি দেশীয় এলজি, একটি পাইপগান এবং তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এসময় আলাউদ্দিনের স্ত্রী ফারজানা আক্তার (২৯), জহির ভূঁইয়ার স্ত্রী জুবেদা আক্তার ময়না (৩৩) এবং মৃত আঃ মতিন মোল্লার মেয়ে আমিনা আক্তার (৩৭) কে আটক করা হয়।এছাড়া, পুলিশের আরেকটি অভিযানে ব্যাপারী বাড়ির পরিত্যক্ত স্থান থেকে একটি দেশীয় পাইপগান এবং দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে নিয়মিত মামলার আসামি হিসেবে শাহপুর থেকে আরও দুজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে

সূত্র: যায়যায় দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here