Home শিক্ষা জাবির কোন হলে কে ভিপি ও কে জিএস

জাবির কোন হলে কে ভিপি ও কে জিএস

3
0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে হল সংসদ ও কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে।

প্রথমে হল সংসদের ভোট গণনা করা হয় এবং রিটার্নিং কর্মকর্তারা কোন হলে কে জয়ী হয়েছেন তা ঘোষণা করছেন।

হল ভিত্তিক নির্বাচিত ভিপি ও জিএস

আল বেরুনী হল:

ভিপি: রিফাত আহমেদ শাকিল

জিএস: মুনতাসির বিল্লাহ খান

নবাব ফয়জুন্নেসা হল:

ভিপি: বুবলি আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)

জিএস: সুমাইয়া খানমসূত্র :যায়যায় দিন

জাহানারা ইমাম হল:

ভিপি: মাহমুদা খাতুন (গণিত)

জিএস: রিজওয়ানা বুশরা (পাবলিক হেলথ)

১০ নং ছাত্র হল (বঙ্গবন্ধু শেখ মুজিব):

ভিপি: আসিফ মিয়া (সরকার ও রাজনীতি)

জিএস: মেহেদী হাসান (আন্তর্জাতিক সম্পর্ক)

১৫ নং ছাত্রী হল:

ভিপি: শারমিন রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)

জিএস: মেহনাজ মোহনা

শহীদ সালাম-বরকত হল:

ভিপি: মারুফ হোসেন (রসায়ন)

জিএস: মাসুদ রানা (ইতিহাস)

সুফিয়া কামাল হল:

ভিপি: জান্নাতুল নাইম জেরিন

জিএস: রুবিনা জাহান তিথি

উল্লেখ্য: ফলাফল আপডেট হতে থাকবে . . .

সূত্র :যায়যায় দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here