Home শিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৪ অক্টোবরের সব পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৪ অক্টোবরের সব পরীক্ষা স্থগিত

11
0

অনিবার্য কারণবশত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৪ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা এবং প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে জানানো হয়, স্থগিত হওয়া ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের গণিত (১৩৩৭০৩) ও উচ্চাঙ্গ সংগীত ব্যবহারিক (১৩৪৫০২) ৬ষ্ঠ পত্রের পরীক্ষা আগামী ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

গত ১৯ আগস্ট ঘোষিত সময়সূচী অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ, বিষয় ও বিষয়কোড অপরিবর্তিত থাকবে। প্রফেশনাল কোর্সের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচী পরে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যের জন্য শুধুমাত্র www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য বিভ্রান্তিকর হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সূত্র :যায়যায় দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here