Home সারাদেশ

জকিগঞ্জে এসআই ইমতিয়াজের কৌশলী ছদ্মবেশে গ্রেফতার আন্তজেলা ডাকাত সর্দার

22
0
খাইরুল ইসলাম– জকিগঞ্জ উপজেলা প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জ উপজেলায় জকিগঞ্জ থানা পুলিশের একটি কৌশলী অভিযানে আন্তজেলা ডাকাত চক্রের সর্দার আলী আহমদ (৪৪) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আলী আহমদ জকিগঞ্জ উপজেলার হাড়িকান্দি গ্রামের মৃত শফিকুর রহমান সবু মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনা ও নির্দেশক্রমে জকিগঞ্জ থানার এসআই ইমতিয়াজ সরকার ছদ্মবেশ ধারণ করে অভিযান পরিচালনা করেন। অভিযানের অংশ হিসেবে রবিবার (৪ জানুয়ারি) বিকাল ৫টার দিকে জকিগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আলী আহামদ একজন চিহ্নিত আন্তজেলা ডাকাত সর্দার। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের করা মোট ১২টি ডাকাতির মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে সে আত্মগোপনে থেকে বিভিন্ন এলাকায় ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিলো।
এসআই ইমতিয়াজ সরকারের কৌশলী পরিকল্পনা ও সাহসী ভূমিকায় এই গ্রেফতার সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। তার এই সফলতায় জকিগঞ্জ এলাকায় অপরাধ দমনে পুলিশের কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here