Home আরও শিক্ষাঙ্গন

জকসু নির্বাচনে আরও দুই কেন্দ্রে শিবির সমর্থিত প্যানেলের এগিয়ে থাকা

20
0
বাম থেকে আরিফ, রিয়াজুল, মাসুদ রানা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে আরও দুইটি কেন্দ্রে এগিয়ে রয়েছে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। এসব কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম, জিএস পদে আব্দুল আলিম আরিফ এবং এজিএস পদে মাসুদ রানা এগিয়ে আছেন।

বুধবার (৭ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ৩৯টি কেন্দ্রের মধ্যে এ দুইটিসহ মোট ছয়টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ। ঘোষিত কেন্দ্রগুলো হলো—ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন ও ফার্মেসি বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি পদে রিয়াজুল ইসলাম ১০৬ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ১১২ ভোট এবং এজিএস পদে মাসুদ রানা ১০৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের ভিপি পদে একেএম রাকিব ৯৪ ভোট, জিএস পদে খাদিজাতুল কোবরা ৫৩ ভোট এবং এজিএস পদে আতিকুর রহমান তানজিল ৮০ ভোট পেয়েছেন।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদে রিয়াজুল ইসলাম ৫১ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ৪৬ ভোট এবং এজিএস পদে মাসুদ রানা ৪২ ভোট পেয়েছেন। বিপরীতে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদে একেএম রাকিব ৩৯ ভোট, জিএস পদে খাদিজাতুল কোবরা ১৮ ভোট এবং এজিএস পদে আতিকুর রহমান তানজিল ৩০ ভোট পেয়েছেন।

নির্বাচনের বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা করা হলে সামগ্রিক চিত্র আরও স্পষ্ট হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here