Home সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক দুই ভারতীয় জেলেকে পতাকা বৈঠকের পর বিএসএফের কাছে হস্তান্তর

14
0

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত এলাকা থেকে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবির ১৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার দুপুরে চাড়ালডাঙ্গা সীমান্তের ২১৯ নম্বর আন্তর্জাতিক পিলার সংলগ্ন সিরামের দাড়া বিলে বাংলাদেশ ও ভারতের জেলেরা নিজ নিজ সীমান্তে মাছ ধরছিলেন। এ সময় ভারতের মালদা জেলার হবিপুর থানার টিলাশন গ্রামের বাসিন্দা বাচ্চন মোহলদার ও রাজু মোহলদার ভুলবশত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেন।

পরবর্তীতে স্থানীয় বাংলাদেশি জেলেরা তাদের আটক করলে বিজিবি কেতাববাজার এলাকা থেকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে দুই ভারতীয় নাগরিককে যথাযথ প্রক্রিয়ায় বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here