চট্টগ্রামের চন্দনাইশে সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠাই বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক-বর্তমান নেতৃবৃন্দের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে দোহাজারী সিটি সেন্টারের সামনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চন্দনাইশ উপজেলা পরিষদের আয়োজনে এ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী ফ্রন্ট চন্দনাইশ শাখার সভাপতি মাওলানা ফয়েজ উল্লাহ খতিবী’র সভাপতিত্বে সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মজলিশে শুরা সদস্য এম এ আউয়াল।
প্রীতি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব স.উ.ম আবদুস সামাদ। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রচার উপকমিটির সদস্য মাওলানা এনাম রেজা কাদেরী।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা ফেরদৌসুল আলম আল কাদেরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সাতকানিয়া উপজেলার সভাপতি আব্দুল মোতালেব ছিদ্দিকুন নবী, অধ্যাপক মাওলানা মোঃ আমিনুল্লাহ, মাওলানা মোখতার আহমেদ শিবলী, মাওলানা আবু তালেব প্রমুখ।
সূত্র :যায়যায় দিন








