Home আন্তর্জাতিক গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, যুক্তরাষ্ট্রকে ফ্রান্সের হুঁশিয়ারি

গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, যুক্তরাষ্ট্রকে ফ্রান্সের হুঁশিয়ারি

3
0
ছবি : সংগৃহীত

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো স্পষ্টভাবে বলেছেন, গ্রিনল্যান্ড ‘বিক্রির জন্য নয়’। ডেনমার্কের স্বায়ত্তশাসিত ওই অঞ্চল সফর শেষে তিনি এই হুঁশিয়ারি দেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে মার্কিন ভূখণ্ড হওয়া উচিত বলে যুক্তরাষ্ট্র দাবি করে আসছে। ডেনিশ সম্প্রচারমাধ্যম ডিআর গত সপ্তাহে জানায়, তিনজন মার্কিন নাগরিক ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চালাচ্ছেন। তাদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউসের ঘনিষ্ঠ যোগাযোগ আছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ব্যারো লেখেন, ‘বিশ্বের ক্রমবর্ধমান অস্থিরতা, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং আর্কটিক অঞ্চলে লোভনীয় প্রভাব বিস্তারের প্রচেষ্টার মুখে ফ্রান্স পরিষ্কার বার্তা দিচ্ছে: গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। গ্রিনল্যান্ড দখলের জন্য নয়।’

তিনি লেখেন, ফ্রান্স হবে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ, যারা ২০২৬ সালের শুরুতে গ্রিনল্যান্ডে একটি কনস্যুলেট খুলবে। পাশাপাশি সহযোগিতা জোরদারে জন্য পার্টনারশিপ ডায়ালগ কমিটিও গঠন করা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here