Home অর্থনীতি গাংনীতে সবজি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল, স্বস্তিতে ক্রেতারা

গাংনীতে সবজি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল, স্বস্তিতে ক্রেতারা

6
0

মেহেরপুরের গাংনীতে সবজির বাজার স্থিতিশীল থাকায় ক্রেতারা রয়েছেন স্বস্তিতে। গত দুই এক সাপ্তাহ সাবজি ও মুরগির দাম স্থিতিশীল ও নিম্নমুখী স্বস্তিতে রয়েছেন ক্রেতারা। পাইকারি ও খুচরা বাজারে ঠিক মতো সরবরাহ থাকায় বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল আছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সরেজমিনে গিয়ে জানা যায়, পাইকারি বাজারে আলু, পেয়াজ ও রসুন ১৫, ৬৫ ও ৭০ টাকায় স্থিতিশীল। তবে কাঁচামরিচের দাম আবারও নিম্নমুখী। গত সাপ্তাহের থেকে ২০ টাকা কমে ৯০ টাকা বিক্রি হচ্ছে।

ঢেঁড়স, বেগুন, পটল অপরিবর্তিত থেকে ৪০, ৭০, ৫০ টাকা। শশা ৩৫ থেকে বেড়ে ৪০ টাকায় বিক্রি হয়েছে। মুলায় ১০ টাকা কমে ২০ টাকা। শাক, পেঁপে,ঝিঙ্গা ও ধুন্দল কেজিপ্রতি ৩০,১৫, ৪০ ও ২৫ টাকায় স্থিতিশীল। গাজর ও টমেটো ১৬০ টাকা, ১১০ টাকা স্থিতিশীল।

খুচরা বাজারে আলু, পেয়াজ রসুন, ২০, ৭০,১০০ টাকায় অপরিবর্তিত। আবারও কাঁচামরিচের দাম কমেছে, গত সপ্তাহের চেয়ে ২০ টাকা কমে ১২০ টাকা বিক্রি হচ্ছে।

ঢেঁড়স, বেগুনে অপরিবর্তিত থেকে ৫০ , ৮০ টাকা। শাক অপরিবর্তিত থেকে ৪০ টাকায় করে বিক্রি হচ্ছে। মুলায় ১০ টাকা কমে কেজি প্রতি ৩০ এবং শশায় ১০ টাকা বেড়ে কেজিপ্রতি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে ও ঝিঙ্গা ১৫ ও ৫০ টাকায় স্থিতিশীল। ধুন্দল ৪০ টাকায় অপরিবর্তিত । ফুলকপি ১০০ টাকা কেজি এবং সিম ৮০ টাকা।

তবে গাজর ও টমেটোর দামে ওঠানামা করছে। গাজর ৪০ টাকা বেড়ে ১৮০ টাকা, টমেটো ১০ টাকা কমে ১১০ টাকায় অপরিবর্তিত। মুরগি বাজারে ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি ও সোনালী মুরগিতে কেজিপ্রতি ১৮০, ৩১০ ও ২৮০ টাকা স্থিতিশীল । মুরগি ব্যবসায়ী সাজ্জাদ বলেন, গত সপ্তাহ এবং এই সপ্তাহ মুরগির দামে কোনরকম কম বেশি নেই সব দাম একই আছে।

মাছের বাজারে রুই ১৬০, তেলাপিয়া ১৬০, পাঙ্গাশ ১৫০, সিলভার ১০০, জিওল ২২০, চিংড়ি ১২০০, পাকাল ৭০০, টেংরা ৫০০। মাছ ব্যবসায়ি বাপ্পা বলেন, মাছে আমদানি ঠিক থাকাই মাছের দাম তো এখন গত সপ্তাহের চেয়ে অনেকটাই কমে গেছে চাহিদা মত মাছ আনা যাচ্ছে এবং আশানুরূপ বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতারা বলেন, গত সপ্তাহেও যেমন দামে বিক্রি করেছি, এখনো তেমনই চলছে। কোন সবজির দাম বাড়েনি আগের মতোই স্বাভাবিক আছে। কাচা মরিচের দাম কমেছে সপ্তাহ খানে আগে ১৪০ টাকায় বিক্রি করা কাচা মরিচে এখন ১৩০ টাকা।

অন্যদিকে সবজি ক্রেতারা জানান, এই সপ্তাহে সবজির দাম বাড়েনি, এটা আমাদের জন্য ভালো। অন্তত সংসারের হিসাবটা ঠিক রাখা যাচ্ছে। সব কিছু দাম এখন হাতের নাগালে আবার কাঁচা মরিচের দামও নিম্নমুখী। চাহিদা মতো বাজার করতে পারছি।

মেহেরপুর বাজার সভাপতি হাফিজুর রহমান হাফি বলেন, কাঁচা বাজার এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। শাক- সবজি সবকিছুর দাম স্বাভাবিক রয়েছে। আসলে কাঁচা মালের দাম তো সব সময় আবহাওয়া তারপর আমদানির ওপর নির্ভর করে। আমদানি ঠিক থাকায় কাচামালের দাম এখন অনেক কম এবং স্বাভাবিক।

তিনি আরও বলেন, শাক-সবজি সবকিছুর দাম স্বাভাবিক রয়েছে। শাক সবজির দামে কোন রকম বৃদ্ধি নেই বরং সকল সবজির দাম এখন নিম্নমুখী। বিশেষ করে কাঁচা মরিচ দাম তো আবার ও কমেছে গত সপ্তাহের ১৪০ টাকার কাঁচা মরিচ এখন ১৩০ টাকা।

সূত্র :যায়যায় দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here